ইরানকে দ্রুত শান্তি স্থাপনের হুঁশিয়ারি ট্রাম্পের: 'অন্যথায় আরও বড় হামলা'
ওয়াশিংটন, ২২ জুন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও বড় হামলা চালানো হবে।
পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি, বাকি লক্ষ্যবস্তুতে হামলার হুমকি
ট্রাম্প বলেন, "ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।
এর আগে, সামাজিক মাধ্যমে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে।
'এখনই শান্তির সময়!'
পোস্টে তিনি আরও লেখেন, "বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটি করতে পারেনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন যে, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা, তা দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সময়সীমা পেরোনোর আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন হামলার দাবি করলেন।