সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, কাল কর্মবিরতি
ঢাকা, ২২ জুন: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ রোববার সচিবালয়ে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। সচিবালয়ের ১১ নম্বর ভবনের নিচে এই কর্মসূচি পালনের পাশাপাশি তারা একটি মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করেন।
'কালো আইন বাতিল করতে হবে'
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বদিউল কবির বলেন, "এই আইনের বিরুদ্ধে কর্মরত সবাই ফুঁসে উঠেছে। আর সময়ক্ষেপণ না করে এই কালো আইন বাতিল করতে হবে।"
আরেক কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, "ভদ্রতা, সরলতা, শৃঙ্খলাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। অধ্যাদেশ সংশোধন নয়, বাতিল করতে হবে।" তিনি আরও জানান, যেসব কর্মকর্তা এই অধ্যাদেশ প্রণয়নের সঙ্গে জড়িত, তাদের দপ্তরের সামনেও অবস্থান ধর্মঘট করা হতে পারে।
কাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মবিরতি ঘোষণা
আজকের কর্মসূচি শেষে তারা আগামীকাল সোমবার (২৩ জুন) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।