উপদেষ্টা পরিষদে ৭.৯০ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন: কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার
ঢাকা, ২২ জুন: ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
১ জুলাই থেকে বাস্তবায়ন ও কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার
আগামী ১ জুলাই থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে। এই বাজেটে সমালোচনার মুখে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে, নতুন এই বাজেটের মাধ্যমে ৫.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা।
বাজেট ঘাটতি পূরণ ও আলোচনা প্রক্রিয়া
২ লাখ ২৬ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১ হাজার কোটি টাকা ঋণ নেবে।
এবার সংসদ কার্যকর না থাকায় বাজেট নিয়ে তুলনামূলক কম আলোচনা হয়েছে। অর্থ বিভাগের ওয়েবসাইটে মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। এছাড়া, কয়েকটি চেম্বার ও অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করেছে এবং কেউ কেউ অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন।
চলতি অর্থবছরের বাজেটের অবস্থা
চলতি অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার নিট বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ১ লাখ ৩০ হাজার কোটি টাকা বেড়েছে। বাকি ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের বাজেট কারও কমেছে, কারও অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, সংসদ কার্যকর না থাকায় গত ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ টেলিভিশনে বাজেট উপস্থাপন করেছিলেন।