দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক অফিস ও নাগরিক সেবা কাল থেকে চালু: আন্দোলনকারীরা
ঢাকা, ২২ জুন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সকল আঞ্চলিক অফিসের কার্যক্রম এবং নাগরিক সেবা আগামীকাল, অর্থাৎ সোমবার (২৩ জুন) থেকে পুনরায় চালু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আজ রোববার সকালে ঢাকা দক্ষিণ নগর ভবনের সামনের অবস্থান কর্মসূচি থেকে তারা এই ঘোষণা দেন।
কর্মীদের কাজে ফেরার আহ্বান ও নাগরিক সেবায় গুরুত্বারোপ
নগর ভবনে অবস্থান কর্মসূচি পালনকারী ঢাকাবাসীর সংগঠকরা সংশ্লিষ্ট দফতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বিশেষভাবে অনুরোধ করেছেন যেন নগরবাসীর সেবা কোনোভাবেই বিঘ্নিত না হয়।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফ্যাসিস্ট কর্মকর্তা ও দোসর কেউ যদি নগর ভবনে আসেন তাহলে নিজ দায়িত্বে আসবেন। কোনো ফ্যাসিস্টের জায়গা নগর ভবনে হবে না।"
ইশরাক হোসেনের শপথ বিতর্ক ও উপদেষ্টা আসিফ মাহমুদের অপসারণ দাবি
একইসাথে, আন্দোলনকারীরা ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করার অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার অপসারণ দাবি করেছেন।