ঢাকা | বঙ্গাব্দ

আরেক মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2025 ইং
ছবির ক্যাপশন:

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

তেহরান, ২২ জুন: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ রোববার (২২ জুন) এ তথ্য জানিয়েছে।


মাজিদ মোসায়েবির মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার সকালে মাজিদ মোসায়েবি নামের ওই ব্যক্তির ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মাজিদের বিরুদ্ধে ইরানের 'স্পর্শকাতর বিভিন্ন তথ্য' মোসাদের হাতে তুলে দেওয়ার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে পুরো ফৌজদারি প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হয় এবং ইরানের সুপ্রিম কোর্ট মাজিদের সাজা বহাল রাখেন। এর আগে, ইরান ইসমাইল ফিকরি নামে আরও একজন মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।


ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই নতুন মাত্রা

সম্প্রতি ইরান ও ইসরায়েল সরাসরি সংঘাতে জড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের হুমকির মুখে ইরানি পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির সশস্ত্র বাহিনীর সক্রিয় যোদ্ধাদের প্রধান কার্যালয় 'খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর'কে হুঁশিয়ারি দিতে দেখা যায়। এখন দেখার বিষয়, ইরান তাদের দেওয়া বিবৃতি কতটা গুরুত্ব সহকারে নেয় এবং এর পাল্টা প্রতিক্রিয়া কী হয়।

উল্লেখ্য, ইরানে মার্কিন হামলার পর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েল তাদের আকাশপথ বন্ধ রেখেছে। এর মধ্যেই ইরান কয়েক দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে, যেখানে অন্তত ১১ জন ইসরায়েলি আহত হয়েছেন।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স