ইরানে মার্কিন হামলা: গভীর উদ্বেগ প্রকাশ করলেন জাতিসংঘ মহাসচিব, 'শান্তিই একমাত্র পথ'
নিউইয়র্ক, ২১ জুন: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটি এমন এক অঞ্চলে বিপজ্জনকভাবে উত্তেজনা বাড়িয়েছে যা ইতিমধ্যেই চরম অস্থিরতার মুখে রয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শনিবার (২১ জুন) সামাজিক মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ও বিপর্যয়কর পরিণতি
গুতেরেস বলেন, "এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছেই—যার পরিণতি সাধারণ নাগরিকদের জন্য হতে পারে বিপর্যয়কর, এবং এর প্রভাব পড়তে পারে পুরো অঞ্চল ও বিশ্বের ওপর।"
তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছেন, যেন তারা উত্তেজনা প্রশমিত করে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আওতায় তাদের দায়িত্ব পালনে সচেষ্ট হয়।
'সামরিক সমাধান নেই, একমাত্র পথ কূটনীতি'
গুতেরেস জোর দিয়ে বলেন, "এই সংকটময় মুহূর্তে অরাজকতা বৃদ্ধির পথ এড়ানো অত্যন্ত জরুরি। এর কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ হলো কূটনীতি। শান্তিই একমাত্র আশার আলো।"