ঢাকা | বঙ্গাব্দ

হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানে মার্কিন হামলার পর 'এখনই কোনো কূটনৈতিক আলোচনা নয়': ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তেহরান, ২২ জুন: ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ রোববার (২২ জুন) 'কূটনীতির সুযোগ এখনও আছে কি না'—এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে।


'আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আগে প্রতিক্রিয়া জানাতে হবে'

আরাঘচি বলেন, "কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে; আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে।" তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলাকে 'আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য' বলেও উল্লেখ করেন।


আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ও যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি

এর আগে, গত রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। একইসাথে তিনি সতর্ক করেন, এই হামলার 'চিরস্থায়ী পরিণতি' ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।


ইসরায়েলে ইরানের পাল্টা মিসাইল হামলা

এর পরপরই ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের অনেকেই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স