ঢাকা | বঙ্গাব্দ

ইরান ও আমেরিকান জনগণের সাথে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন ট্রাম্প: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ: ট্রাম্প ইরান ও আমেরিকান জনগণ উভয়কেই 'বিশ্বাসঘাতকতা' করেছেন

তেহরান, ২২ জুন: ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিরুদ্ধে টেলিভিশনে দেওয়া প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং আমেরিকান জনগণ উভয়কেই 'বিশ্বাসঘাতকতা' করেছেন। আজ রোববার (২২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।


ট্রাম্পের বিরুদ্ধে 'প্রতারণা ও যুদ্ধাপরাধীর এজেন্ডা মেনে চলার' অভিযোগ

মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী কঠোর ভাষায় বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারে বলেছিলেন যে তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানো বন্ধ করবেন। কিন্তু কূটনীতিতে আমাদের আস্থাকে কাজে লাগিয়ে তিনি শুধু ইরানকেই নয়, নিজের ভোটারদেরও প্রতারিত করেছেন। তিনি একজন অভিযুক্ত যুদ্ধাপরাধীর এজেন্ডা মেনে নিয়েছেন, যিনি ইসরায়েলি রাষ্ট্রের লক্ষ্য এগিয়ে নিতে আমেরিকান নাগরিকদের জীবন ও সম্পদ নিংড়ে নিতে অভ্যস্ত।"


আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুঁশিয়ারি ও 'চিরস্থায়ী পরিণতি'র হুমকি

আরাঘচি আরও বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এই হামলার 'চিরস্থায়ী পরিণতি' যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স