ঢাকা | বঙ্গাব্দ

পুতিনের সাথে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’র জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2025 ইং
ছবির ক্যাপশন:

'গুরুত্বপূর্ণ আলোচনার' জন্য আজ রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তেহরান, ২২ জুন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 'গুরুত্বপূর্ণ আলোচনা'র জন্য আজ, রবিবার (২২ জুন), রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। যদিও তিনি মস্কোর উদ্দেশে আজ রওনা হচ্ছেন, বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (২৩ জুন)।


রাশিয়াকে 'পরম বন্ধু' ও 'কৌশলগত অংশীদার' বললেন আরাঘচি

ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, "রাশিয়া ইরানের পরম বন্ধু। এর বাইরেও আমরা একটি কৌশলগত অংশীদারত্বের মধ্যে আছি। আমরা সবসময় একে অপরের সমস্যা ও পারস্পরিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, একে অপরের পরামর্শ গ্রহণ করি এবং আমাদের অবস্থানের সমন্বয় সাধন করি।" তিনি আরও উল্লেখ করেন যে, রাশিয়া জেসিপিওএ-তে (যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা) স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে অন্যতম।

আরাঘচি নিশ্চয়তা দিয়েছেন যে, আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সাথে 'গুরুত্বপূর্ণ আলোচনা'র পর তারা একে অপরের সাথে সমন্বয় করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করবেন এবং একযোগে কাজ চালিয়ে যাবেন।


মার্কিন হামলার পর হুঁশিয়ারি ও পাল্টা হামলা

এর আগে, গত রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। একইসাথে তিনি সতর্ক করেন, এই হামলার 'চিরস্থায়ী পরিণতি' ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। এর পরপরই ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স