ঢাকা | বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ভাটারা এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর রাতেই তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্র জানিয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মনিরুল মাওলাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে গত বছরের ১৯ ডিসেম্বর দুদক এ মামলা করে। চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের উপ-পরিচালক ইয়াছিন আরাফাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশে ‘মুরাদ এন্টারপ্রাইজ’ নামে প্রতিষ্ঠানের নামে ভুয়া কাগজপত্র ব্যবহার করে এ বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে আত্মসাৎ করেন।

এ মামলায় এস আলম গ্রুপের মালিকের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৮ জনকে আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্য ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আত্মগোপনে চলে যান। সে সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আহসানুল আলম।

তবে মনিরুল মাওলা পদে বহাল থাকলেও পরবর্তীতে কর্মকর্তাদের চাপের মুখে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স