ঢাকা | বঙ্গাব্দ

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
ছবির ক্যাপশন:

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় স্থানীয় লোকজন তাকে নির্দোষ দাবি করে প্রতিবাদ জানান।

পুলিশ জানিয়েছে, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত কয়েকটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এদিকে একই রাতে রাজধানীর মনিপুরীপাড়া এলাকার একটি বাসা থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকেও গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধেও আন্দোলনের সময়কার একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স