সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ জন। রোববার (২২ জুন) ডুওয়েইলা এলাকার মার এলিয়াস গির্জায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রার্থনা চলাকালে এক সশস্ত্র ব্যক্তি গির্জায় ঢুকে প্রথমে গুলি চালায় এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়।
কর্তৃপক্ষের দাবি, হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) সংগঠনের সদস্য ছিল। তবে এখন পর্যন্ত আইএস এই হামলার দায় স্বীকার করেনি।
সিরিয়ান সিভিল ডিফেন্স গির্জার ভেতরের কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যায়, বিস্ফোরণে গির্জার বেদী বিধ্বস্ত হয়েছে, ভাঙা কাঁচ ছড়িয়ে-ছিটিয়ে আছে, রক্তাক্ত মেঝে ও কাঠের বেঞ্চ পড়ে আছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী অস্ত্র হাতে গির্জায় ঢুকে গুলি চালায়। লোকজন তাকে থামানোর চেষ্টা করলে সে নিজেকে উড়িয়ে দেয়। আরেকজন জানান, বিস্ফোরণের পর গির্জার ভেতর আগুন ধরে যায় এবং কাঠের বেঞ্চের টুকরো ছিটকে চারদিকে পড়ে।
এ ঘটনার পরপরই গির্জা ও আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয়েছে তদন্ত।
বিবিসি জানিয়েছে, গত ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা হারানোর পর দামেস্কে এটিই প্রথম বড় ধরনের আত্মঘাতী হামলা।