ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে ক্ষমতা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি পোস্টে ট্রাম্প তার জনপ্রিয় স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘মেইক ইরান গ্রেট এগেইন’ কথাটি ব্যবহার করেছেন।
তিনি বলেছেন, ইরানের বর্তমান প্রশাসন যদি প্রয়োজনীয় পরিবর্তন আনতে ব্যর্থ হয়, তাহলে দেশটির জন্য ক্ষমতা পরিবর্তনই ভালো বিকল্প।
তবে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য ভিন্ন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের ক্ষমতা পরিবর্তন নয়, বরং দেশটির পরমাণু কর্মসূচিকে বন্ধ করা।