ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে: খামেনি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ব্যবস্থা অব্যাহত থাকবে। মার্কিন হামলার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পোস্টে খামেনি বলেন, ‘জায়নবাদী শত্রু বড় ভুল এবং বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে, এখনও পাচ্ছে।’

গত ১৩ জুন ইরানের একটি সামরিক স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে। এর পর থেকে তেহরান নিরাপত্তা জোরদার করেছে।

ইরানের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, হামলার আশঙ্কায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিকে বাংকারে সরিয়ে রাখা হয়েছে। তিনি তার বাসভবন ছেড়ে গোপন স্থানে অবস্থান করছেন এবং সরাসরি যোগাযোগ বন্ধ রেখেছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স