ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নয়, দেশটির পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে লড়ছে: জেডি ভ্যান্স

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, বরং দেশটির পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে লড়াই করছে—এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

রোববার (২২ জুন) এনবিসির ‘মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জেডি ভ্যান্স বলেন, “আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করছি না, আমরা তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে লড়াই করছি।”

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত হামলাগুলোর কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি অনেক বছর পিছিয়ে গেছে। তার বিশ্বাস, এখন ইরান একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতে অনেক বছর সময় নিতে হবে।

ভ্যান্স অভিযোগ করেন, ইরান আলোচনায় সদিচ্ছা দেখায়নি, যার ফলে মার্কিন হামলা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, “আমরা ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চাই না, আমরা দীর্ঘমেয়াদি যুদ্ধ চাই না। আমরা শুধু পারমাণবিক কর্মসূচির অবসান চাই, তারপর ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা করতে চাই।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স