সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২৩ জুন) দুপুরে সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, দেশজুড়ে সহিংসতা বা মব লিচিং বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।
বৃক্ষরোপণ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ উন্নতির দিকে যাচ্ছে। দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিকল্প জীবিকার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তিনি জানান, খোলা বালু পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, ঢাকায় কোনোভাবেই এই বালু পরিবহন করা যাবে না।
ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় ও বিআরটিএ যৌথভাবে অভিযান পরিচালনা করবে বলেও জানান তিনি।
প্লাস্টিক দূষণ রোধে সরকার নতুন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, ১৭টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কটন বাড ও প্লাস্টিক স্ট্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই এসব পণ্যের বিরুদ্ধে অভিযান শুরু হবে।
তিনি আরও বলেন, দেশের শপিং সেন্টারগুলো এখন পলিথিন ব্যাগমুক্ত। তবে কাঁচাবাজারে এখনও পলিথিন ব্যবহৃত হচ্ছে। এ জন্য বাজারগুলোতে পাটের ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় সেখানে যান্ত্রিক বোট চলাচল নিষিদ্ধ করতে সংশ্লিষ্ট ডিসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।