ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় আইআরজিসির ১০ সদস্য নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

তাসনিম আরও জানায়, এই হামলায় বিপ্লবী গার্ডের আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন, তবে তাদের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১৩ জুন থেকে চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত ইরানের অন্তত দুই ডজন সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, এসব হামলা এবং পাল্টা হামলার মাধ্যমে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব নতুন করে চরম উত্তেজনায় পৌঁছেছে। পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স