ঢাকা | বঙ্গাব্দ

বিক্ষোভে উত্তাল ইরান, যোগ দিলেন প্রেসিডেন্টও

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইরান। এই আন্দোলনে সরাসরি যোগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২২ জুন) সকাল থেকেই রাজধানী তেহরানের রাজপথে হাজারও মানুষ জমায়েত হন। 'প্রতিশোধ! প্রতিশোধ!' স্লোগানে মুখরিত হয় শহরের বিভিন্ন সড়ক। বিক্ষোভকারীদের মুষ্টিবদ্ধ হাত আর ইরানের জাতীয় পতাকা হাতে উত্তাল হয়ে ওঠে তেহরানের রাজপথ। এই বিক্ষোভে ইরানের সাধারণ জনগণের পাশাপাশি সরাসরি অংশ নেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আজাদি স্কয়ার, ফেরদৌসি স্কয়ার, ইমাম খোমেইনি মসজিদ ও পার্লামেন্ট ভবনের সামনে ছিল বিক্ষোভের প্রধান কেন্দ্রবিন্দু। এসব বিক্ষোভের দৃশ্য সরাসরি সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও স্থানীয় গণমাধ্যমগুলো।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। এরপর ২১ জুন রাতে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালায়। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স