ঢাকা | বঙ্গাব্দ

দাবি না মানলে যমুনা অভিমুখে কর্মসূচির ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
ছবির ক্যাপশন:

আগামী মঙ্গলবারের মধ্যে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবি বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত না এলে ফের যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাগারে থাকা সদস্যদের পরিবার।

সোমবার (২৩ জুন) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শেষে তারা এই ঘোষণা দেন।

এর আগে, ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে তারা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছান। সেখানে জড়ো হয়ে তারা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ বাধা দিলে তারা শাহবাগ মোড়েই অবস্থান নেন, এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেক নিরপরাধ বিডিআর সদস্য এখনো কারাগারে বন্দি। পাশাপাশি অনেক সদস্যকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা দাবি জানান, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং নিরপরাধদের মুক্তি ও চাকরিতে পুনর্বহাল নিশ্চিত করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স