নতুন একাডেমিক ভবন, বিভাগ চালু, আবাসিক হল নির্মাণ, বাসসংখ্যা বাড়ানো, ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থা উন্নয়ন ও নিরাপত্তা জোরদারসহ মোট ৩৭ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। এসময় তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন, ফলে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পাশাপাশি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান শিক্ষার্থীরা।
পরে সেনাবাহিনী ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে।
শিক্ষার্থীরা জানান, গত বছরের ৫ আগস্ট থেকে দাবি আদায়ের আন্দোলনে আছেন তারা। কিন্তু প্রায় ১০ মাস পার হলেও শুধু আশ্বাস ছাড়া কোনো বাস্তব পদক্ষেপ নেয়া হয়নি। এ সময় তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিষয়ক উপদেষ্টার প্রতি আহ্বান জানান, দাবি আদায়ের যৌক্তিকতা বুঝে দ্রুত তা বাস্তবায়নের।
এ বিষয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিষয়ক উপদেষ্টার সঙ্গে সব বিষয় নিয়ে কথা হচ্ছে। লিখিতভাবে তাদের কাছে সমস্যাগুলো জানানো হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়ন শুরু হোক।