ঢাকা | বঙ্গাব্দ

‘জনবান্ধব পুলিশ’ হতে পারলে বাহিনীটির কলঙ্ক মুছবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
ছবির ক্যাপশন:

‘জনবান্ধব পুলিশ’ হলে পুলিশের বিরুদ্ধে থাকা কলঙ্ক দূর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, পুলিশকে অবশ্যই মানবিক হতে হবে। জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই জনগণের আস্থা ফিরবে এবং বাহিনীর বিরুদ্ধে থাকা কলঙ্কও দূর হবে।

সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঘটে যাওয়া মবের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বন্যা নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, আমরা চাই বন্যা না হোক। তারপরও বন্যা হলে কৃষকদের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া আছে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, ডিডিএলজি শিহাব রায়হানসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স