ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালী নির্বাচন অ‌ফিসে দুদকের অ‌ভিযান, অসামঞ্জস্য পাওয়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
ছবির ক্যাপশন:

পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা জনগণের ভোগান্তি, ঘুষ ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জুন) সকাল ১০টার দিকে দুদকের সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল জেলা নির্বাচন অফিসে এ অভিযান পরিচালনা করে। এ সময় জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আби সাহানুরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে দেশের কয়েকটি জেলায় একযোগে অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে পটুয়াখালীতে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় বেশ কিছু অনিয়ম ও অসামঞ্জস্যতার তথ্য মিলেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলা হয়েছে। তাদের অনেকে অভিযোগ করেছেন, সঠিকভাবে সেবা পাচ্ছেন না, ঘুষের প্রচলন রয়েছে এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এসব বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স