ঢাকা | বঙ্গাব্দ

ভ্রাতৃত্ববোধ-সম্প্রীতি-শৃঙ্খলার চর্চা করতেই ‘অলিম্পিক ডে’ রানের আয়োজন: সেনাপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা বাড়াতেই ‘অলিম্পিক ডে রান ২০২৫’-এর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সকালে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রান ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান জানান, দেশের মানুষকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বছরব্যাপী নানা ধরনের শারীরিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করবে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগীয় শহরে এসব কর্মসূচির আয়োজন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলে খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি শরীরচর্চার চর্চা অব্যাহত রাখতে হবে। তবে দুঃখজনকভাবে দিন দিন রাজধানী ঢাকায় মাঠের সংখ্যা কমে যাচ্ছে, যার ফলে শিশু-কিশোরদের খেলাধুলার জায়গার সংকট তৈরি হচ্ছে। এ কারণেই এ ধরনের ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা জানান সেনাবাহিনী প্রধান।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স