ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইসরায়েলে বেজে উঠলো সাইরেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই ইরান থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর ফলে ইসরায়েলের উত্তরাঞ্চল ও কিছু দক্ষিণাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির বেশিরভাগ এলাকায় আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছিল, কারণ ইরানের সম্ভাব্য হামলার ব্যাপারে তারা আগে থেকেই অবগত ছিল।

এই হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল। ফলে এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, আইডিএফ থেকে এখনো ক্ষয়ক্ষতি বা পাল্টা প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দেশটির নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স