ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা আইএনএ। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে আইএনএ আরও জানায়, হামলার ঘটনায় সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা দাবি করেছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত ভিক্টরি বেস কমপ্লেক্সেও ড্রোন হামলা চালানো হয়েছে। এটি পূর্বে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ছিল।
এছাড়া, কুর্দিস্তান ২৪ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে সালাহউদ্দিন প্রদেশের বালাদ সামরিক ঘাঁটিতে দুইটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘাঁটিটি একসময় ইরাকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি ছিল।
এদিকে বাগদাদভিত্তিক আল-সুমারিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরাকের ইমাম আলি সামরিক ঘাঁটির রাডার সিস্টেমেও হামলা চালানো হয়েছে। তবে এসব হামলার পেছনে কে বা কারা রয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে নিরাপত্তা বাহিনী।