ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরায়েল যদি এখনই তাদের ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করে, তাহলে ইরানের আর কোনো প্রতিক্রিয়া চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই।
রোববার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আরাগচি জানান, এখন পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।
তিনি বলেন, “ইসরায়েলি প্রশাসন যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী সকাল ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমাদের আর কোনো প্রতিক্রিয়া চালানোর প্রয়োজন পড়বে না।”
তবে ইরানের সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।