ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-সম্পর্কিত সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাটি ‘সম্পূর্ণ মিথ্যা’।
ফার্স নিউজকে একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, ইরান এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি। কয়েক ঘণ্টার মধ্যে ইরান ইসরায়েলকে এ মিথ্যা দাবির ব্যাপারে স্পষ্ট উত্তর দেবে বলেও সূত্রটি জানিয়েছে।
সূত্রটি আরও উল্লেখ করেছে, কাতারের দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের অপমান থেকে বিশ্ববাসীর মনোযোগ সরাতে যুক্তরাষ্ট্র এই মিথ্যা ঘোষণার পথ বেছে নিয়েছে।