দ্য টাইমস অব ইসরায়েল এবং ওয়াইনেট নিউজের প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি মিসাইল হামলায় তিনজন গুরুতর আহতকে মৃত ঘোষণা করা হয়েছে।
এই ঘটনার সময় ইসরায়েলজুড়ে তৃতীয় দফার হামলার সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, হামলাটি ইরান থেকে ছোড়া মিসাইল দ্বারা সংঘটিত হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন যে, ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি চলমান সংঘাতের অবসানে এক ধাপ এগিয়ে যাবে। তবে, এখনও পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি।