ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানো মামলায় ১৬ জনের সম্পৃক্ততা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

আশুলিয়ায় হত্যাকাণ্ডের পর ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে।

আজ মঙ্গলবার (২৪ জুন) প্রসিকিউশন এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন এবং আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে। পাশাপাশি ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে।

সকাল সাড়ে ১০টার দিকে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ আরও ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং গুম সংক্রান্ত মামলায় জিয়াউল আহসানকেও হাজির করা হয়েছে।

এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আজ আইনজীবী নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স