ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারের উখিয়ায় ডাকাত দলের গুলিতে পান চাষি নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

কক্সবাজারের উখিয়ায় ডাকাতদলের গুলিতে এক পান চাষি নিহত হয়েছেন। এ ঘটনায় ছুরিকাঘাতে আরও একজন আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) রাতে জালিয়া পালং ইউনিয়নের নুরারডেইল পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আমিন বাবলু।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, তারা বাড়িতে মিলে পান বাজারজাতের জন্য প্রস্তুত করছিলেন। ওই সময় ৭-৮ জনের একটি ডাকাতদল বাড়িতে প্রবেশ করে মেয়েদের সকল স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। পরে তারা নুরুলের ভাই হাসানের বাড়িতে সবাইকে আটকে রাখে।

কিছুক্ষণ পর নুরুল আমিন বাড়িতে ফিরে ডাকাডাকি করলে ডাকাতরা তাকে গুলি করে আহত করে। বাধা দিতে গেলে হাসানকেও ছুরিকাঘাত করা হয়। ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুই ভাইকে হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স