পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলম বিরতি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রফতানি কার্যক্রম এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
গতকাল সোমবার (২৩ জুন) রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা তিন ঘণ্টা কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষুব্ধ কর্মকতারা অভিযোগ করেছেন, আন্দোলনকারীদের বিভিন্ন স্থানে বদলির উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তাদের ক্ষোভ আরও বাড়াচ্ছে। এছাড়া সংস্কার কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি এবং তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
অফিসার-কর্মচারীরা এনবিআর চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে রাজস্ব ভবনের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে ঐক্য পরিষদ জানিয়েছে, তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনকারীরা মনে করছেন, এনবিআরকে শক্তিশালী করে টেকসই সংস্কারের বিকল্প নেই।