ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতি শুরু হয়েছে, দয়া করে লঙ্ঘন করবেন না: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই ঘোষণাকে 'সম্পূর্ণ মিথ্যা' বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি। এরইমধ্যে, মার্কিন প্রশাসনের যুদ্ধবিরতির ঘোষণার পর সকাল থেকে ইসরায়েলের বীরশেবা শহরে ছয় দফায় ১০ থেকে ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এ ঘটনার পর বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতি শুরু হয়েছে, দয়া করে কেউ যেন এটি লঙ্ঘন না করেন।”

এদিকে, ইসরায়েলের চ্যানেল ১৪-এর খবরে বলা হয়েছে, বীরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এছাড়া, ক্ষতিগ্রস্ত একটি ভবনে এখনও কয়েকজন আটকে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দমকল ও উদ্ধারকারী দলের মুখপাত্র লিনয় রেশেফ জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে ওই ভবন ক্ষতিগ্রস্ত হয়। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স