ঢাকা | বঙ্গাব্দ

দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যের চারটি দেশ—কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার কারণে ঢাকা থেকে এসব দেশে যাওয়া নির্ধারিত ১১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।

মঙ্গলবার (২৪ জুন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে পরিচালিত কিছু ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হয়েছে এবং সাময়িকভাবে যাত্রী পরিবহন কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে।

বিলম্বিত ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—শারজাহগামী এয়ার এরাবিয়ার ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি; দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ১টি, ইউএস-বাংলার ১টি; কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের ২টি; দোহাগামী কাতার এয়ারওয়েজের ২টি, বাংলাদেশ বিমানের ১টি ও ইউএস-বাংলার ১টি ফ্লাইট।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিলম্বিত ফ্লাইটগুলো পুনঃনির্ধারিত সময়সূচী অনুযায়ী পর্যায়ক্রমে যাত্রা শুরু করেছে। যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে যে, তারা নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করে ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ তথ্য জেনে নিন।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পরিচালিত ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। যাত্রীদের যেকোনো অসুবিধার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং সর্বশেষ তথ্যের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স