ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন।
এ ছাড়া, আজকের মধ্যে তিনি এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলেও জানিয়েছে তার কার্যালয়।