ঢাকা | বঙ্গাব্দ

ইরানের সাথে গাজায় যুদ্ধের অবসানের দাবি ইসরায়েলি বন্দিদের পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

গাজায় আটক ইসরায়েলি বন্দিদের স্বজনরা ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করে তাদের প্রিয়জনদের নিরাপদে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ এক বিবৃতিতে জানিয়েছে, “যুদ্ধবিরতি চুক্তিতে গাজার বিষয়টিও অন্তর্ভুক্ত করা জরুরি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত আলোচনায় বসে সব বন্দির মুক্তি নিশ্চিত করুন এবং গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটান। যদি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব হয়, তবে গাজায়ও তা সম্ভব।”

সংগঠনটি আরও বলেছে, “ইরানে বড় ধরনের হামলার পর আবার গাজার কাদায় ডুবে যাওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না। এটি ইসরায়েলের স্বার্থেরও পরিপন্থী।”

তাদের দাবি, “ইরানে অভিযান শেষ হওয়ার পর বন্দি মুক্তির এই সুযোগ হাতছাড়া করা হবে ভয়াবহ কূটনৈতিক ব্যর্থতা। এটি এক ঐতিহাসিক সুযোগ, যা ইসরায়েলি সরকারের দুই হাতে আঁকড়ে ধরা উচিত।”

ইসরায়েলি বন্দিদের স্বজনদের এই আহ্বান এসেছে ইরান-ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে। উল্লেখ্য, গাজায় চলমান যুদ্ধে ইতিমধ্যেই হাজার হাজার ফিলিস্তিনি ও ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স