ঢাকা মহানগরীতে কোনো ধরনের মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে ঘটনায় মামলা করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তিনি সড়ক অবরোধ করে আন্দোলনের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। একইসঙ্গে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।