ঢাকা | বঙ্গাব্দ

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো চালু হলো গুগলের ডিজিটাল অর্থ লেনদেন সেবা ‘গুগল ওয়ালেট’, যা বিশ্বব্যাপী ‘গুগল পে’ নামেই পরিচিত। মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন।

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় দেশের বেসরকারি সিটি ব্যাংক পিএলসি এই সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে সহজে এবং দ্রুত ‘গুগল পে’র মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন।

এই সেবার মাধ্যমে গ্রাহকেরা দেশে ও বিদেশে এনএফসি সুবিধাযুক্ত যেকোনো পস টার্মিনালে শুধু তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারবেন। গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করতে ‘গুগল পে’-তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি।

ফলে আলাদাভাবে প্লাস্টিক কার্ড বহনের আর প্রয়োজন নেই। আকাশপথে ভ্রমণ, কেনাকাটা কিংবা সিনেমার টিকিট কাটা—সব ধরনের লেনদেনই এখন মোবাইল ফোনের মাধ্যমেই করা যাবে। এর মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ হলো।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স