ঢাকা | বঙ্গাব্দ

কমিশন হলেই শিক্ষাখাতের সব সমাধান হবে, তা ভাবার কারণ নেই: সি আর আবরার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

শিক্ষা কমিশন গঠিত হলেই যে দেশের শিক্ষা খাতের সব সমস্যা মিটে যাবে, এমন ধারণার কোনও ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাজেট ২০২৫-২৬: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

সি আর আবরার বলেন, “শিক্ষা খাতে সমস্যার শেষ নেই। সময় ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে এ সংকট কাটাতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “আমি খুব অল্প সময় ধরে দায়িত্বে আছি। এখনও শিক্ষা খাতের সমস্যার গভীরতা পুরোপুরি অনুধাবন করতে পারিনি। বেশিরভাগ সময় চলে যাচ্ছে সংকট মোকাবিলায়। কোথাও আন্দোলন, কোথাও অস্থিতিশীলতা সামাল দিতে হচ্ছে। যে উদ্দীপনা নিয়ে দায়িত্ব নিয়েছিলাম, বাস্তবতায় তার জন্য খুব বেশি সময় বের করতে পারছি না।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন প্রস্তাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে প্রয়োজন কার্যকর সংযোগ বা লিংকআপ। পাশাপাশি কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে এবং জাতীয় শ্রম বাজারের চাহিদার সাথে কারিগরি শিক্ষার সমন্বয় জরুরি।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স