ঢাকা | বঙ্গাব্দ

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আটক ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয়জনকে আটক করেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলের হামেদান প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মোসাদের পক্ষে কাজ করার সন্দেহে ওই ছয়জনকে আটক করা হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কর্মকর্তা আলি আকবর করিমপুর জানান, হামেদান প্রদেশের হামেদান, রাজান এবং নাহাভান্দ শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিরা অনলাইনে উদ্দেশ্যমূলকভাবে এমন কিছু কার্যক্রম পরিচালনা করছিলেন, যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা, ইরানের শাসনব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করা এবং সরকারের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছিল।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং কয়েকজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স