ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে দাবি করেন, ইরান থেকে ইসরায়েলের দিকে মিসাইল ছোড়া হচ্ছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, এর জবাবে ইসরায়েল তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কঠোর হামলা চালাবে।
তবে ইরান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে কোনো ধরনের মিসাইল নিক্ষেপ করা হয়নি। ইসরায়েলের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে তারা।