ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি কার্যকর: ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর নিষ্ঠুরতার প্রতিক্রিয়ায় একটি আদর্শিক ও দৃঢ় জবাব প্রদান করেছে, যা গত রাতে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা এবং মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রকাশ পেয়েছে। এ কারণেই ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

পরিষদ আরও জানিয়েছে, তেহরান তার ভূখণ্ডে হামলার প্রতিউত্তরে সমানুপাতিক ও সময়োপযোগী জবাব দিয়েছে এবং শত্রুকে পরাজিত করে একতরফা আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর কথা বিশ্বাস না করে যেকোনো শত্রুতা বা যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ও প্রতিরোধমূলক জবাব দিতে সর্বদা প্রস্তুত।’


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স