ঢাকা | বঙ্গাব্দ

কয়েক সপ্তাহের মধ্যে এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা করে আসছে কারণ তারা এনপিটির সদস্য। তবে এই সহযোগিতা তেহরানের জন্য লাভজনক নয় বলে তারা মনে করে।

তিনি আরও জানান, ইরান সম্ভবত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদটি ব্যবহার করবে, যা একটি সদস্যকে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পথ দেয়।

অধ্যাপক ইজাদি বলেন, এনপিটির সদস্য হওয়া বাধ্যতামূলক নয়, কারণ বিশ্বের অনেক দেশ এই চুক্তির সদস্য নয়, যেমন—ইসরায়েল। বর্তমান পরিস্থিতিতে ইরানেরও সেখানে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই।

তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে হামলা হয়েছে, তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই চুক্তির আওতায় থাকার কারণে এসব স্থাপনাকে হামলা থেকে রক্ষা করা উচিত ছিল, কিন্তু তা হয়নি। তাই এখন আর এনপিটিতে থাকার প্রয়োজন নেই। এছাড়া পার্লামেন্টের অধিকাংশ সদস্যও এ থেকে বের হতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি মনে করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে এ বিষয়ে তীব্র বিতর্ক অনুষ্ঠিত হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স