ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে পুশ ইন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্ত দিয়ে ফের ৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্তের ৮৮২ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের সদস্যরা ওই ৭ জনকে বাংলাদেশের সীমান্তে পাঠিয়ে দেয়। পরে তারা বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খবর দেয়।

আটক ব্যক্তিরা জানান, তারা দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে ভারতের দিল্লিতে বসবাস করছিলেন। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। তারা বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

খবর পেয়ে বিজিবির রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) বাউরা নবীনগর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

বাউরা নবীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার রেজাউল ইসলাম জানান, আটককৃতদের পাটগ্রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত তারা বিজিবির হেফাজতেই আছেন।

এদিকে, এ ঘটনার পর দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স