ঠাকুরগাঁওয়ে নৈশকোচের সঙ্গে থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার খলিসাকুড়ি এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ভুল্লি ইউনিয়নের আবু মোহাম্মদের ছেলে আসরাফুল ইসলাম (৫০) এবং তার নবম শ্রেণির ছাত্রী মেয়ে ববিয়াতুল আক্তার (১৫)।
ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, সকালে আসরাফুল ইসলাম নিজ বাড়ি থেকে থ্রিহুইলার চালিয়ে মেয়েকে খলিসাকুড়ি মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ‘ভিআইপি’ নামের একটি নৈশকোচের সঙ্গে থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নৈশকোচটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।