লিডস টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ৩৭১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। জবাবে ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩৬ রান তুলেছে স্বাগতিক ইংলিশরা।
এর আগে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হয় ২ উইকেটে ৯০ রান নিয়ে। দিনের শুরুতেই মাত্র ৮ রান করে ফিরে যান শুভমান গিল। তবে এরপর দুর্দান্ত ব্যাটিং করেন কেএল রাহুল ও রিশাভ পান্ত। দুজনে মিলে গড়েন ১৮৫ রানের জুটি। টানা দুই ইনিংসে সেঞ্চুরি তুলে নেন উইকেটরক্ষক-ব্যাটার রিশাভ পান্ত। ফেরার আগে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আর ১৩৭ রান করে আউট হন কেএল রাহুল।
টেল এন্ডারদের ব্যর্থতায় মাত্র ৩১ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ভারতের দ্বিতীয় ইনিংস থামে ৩৬৪ রানে।
এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ভারতের ব্যাটাররা মোট ৫টি সেঞ্চুরি করেন। যা টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে সফরকারী দলের পক্ষে মাত্র দ্বিতীয়বার ঘটল। এর আগে শুধু একবারই সফরকারী কোনো দল প্রতিপক্ষের মাঠে এক টেস্টে ৫টি সেঞ্চুরি করেছিল।
জবাবে ইংল্যান্ড জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তোলে। আজ পঞ্চম দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩৬ রান। জ্যাক ক্রলি ১৯ রানে এবং বেন ডাকেট ১৬ রানে অপরাজিত রয়েছেন।
শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন আরও ৩৩৫ রান। আর ভারতের দরকার ১০টি উইকেট।