ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল আত্মরক্ষার অংশ, যা জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় বৈধ প্রতিক্রিয়া হিসেবে গণ্য হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ইসমাইল বাঘাই বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের উসকানিমূলক আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে, যা ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ছিল।”
তিনি আরও জানান, এর আগে গত রোববার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। ওই হামলার পাল্টা প্রতিক্রিয়াতেই আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
এ সময় বাঘাই বলেন, “ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অস্থিতিশীলতা ও বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা আমরা বরদাশত করবো না।”