ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মাঝেই আবারও দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইসরায়েলকে নতুন করে কোনো হামলা না চালানোর ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইসরায়েল, আর বোমা ফেলো না। যদি এটা করো, তাহলে তা হবে বড় ধরনের লঙ্ঘন। তোমার পাইলটদের এখনই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো।”
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চললেও সম্প্রতি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলছে, যার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে।