ঢাকা | বঙ্গাব্দ

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

জানা গেছে, গতকাল সোমবার (২৩ জুন) রাতে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে হানিফ মিয়াকে আটক করে। পরে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয় এবং সেখানে তাকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত রোববার উত্তরা থেকে কে এম নূরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় পুলিশের উপস্থিতিতেই একদল লোক তাকে ঘিরে ফেলে এবং নানাভাবে অপমান ও শারীরিকভাবে হেনস্তা করে। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স