ঢাকা | বঙ্গাব্দ

‘মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, তবে আগের চেয়ে কমেছে’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

মব সহিংসতা পুরোপুরি বন্ধ করা না গেলেও আগের তুলনায় অনেকটাই কমেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওই ঘটনায় জড়িতদের একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা জড়িত রয়েছে, তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। এমনকি যদি কোনো পুলিশ সদস্য ওই ঘটনায় জড়িত থাকে, তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শুধু পুলিশ নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা আশ্বস্ত করেছেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, পুলিশ এখন আর নিষ্ক্রিয় নয়। বরং আগের তুলনায় অনেক বেশি মানবিক হয়েছে। আগে কোনো ঘটনা ঘটলেই লাঠিপেটা করা হতো, এখন পুলিশ পরিস্থিতি বুঝে জনগণকে বোঝানোর চেষ্টা করছে। পুলিশের সক্ষমতাও আগের তুলনায় বেড়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স