ঢাকা | বঙ্গাব্দ

বেনাপোলে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিটন কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2025 ইং
ছবির ক্যাপশন:

রংপুরের তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ ও ৩ জুলাই।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মাহমুদুল হক মুন্না হত্যা মামলা এবং রিকশাচালক আবু সাইদ হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আনিছুর রহমান লিটনকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, মুন্না হত্যা মামলায় তিনি ৮৮ নম্বর এবং সাইদ হত্যা চেষ্টা মামলায় ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

এর আগে, গত রোববার (২২ জুন) যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে রংপুরে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, আনিছুর রহমান লিটন তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স